আজঃ শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বাগেরহাটা বটতলায় রুপা হস্তশিল্পে আগুন, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর শহরের বাগেরহাটা (জিয়া কলেজ মোড়) রুপা হস্তশিল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বুধবার সরেজমিনে ঘুরে জানা যায়, রুপা হস্তশিল্প দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ করেই রুপা হস্তশিল্প দোকানে আগুন দেখতে পায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে রুপা হস্তশিল্পের স্বত্বাধিকারী ফারজানা আক্তার বলেন, রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে আমি বাসায় চলে যায়। পরে আমি জানতে পারি যে আমার হস্তশিল্পের দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি বাসা থেকে দৌড়ে গিয়ে দেখি দোকানের সব মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করছে। পরে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানে হস্তশিল্পের কাপড়সহ বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী ছিলো। এই দোকানের আয় দিয়ে আমার সংসার চলতো বলেও জানান তিনি। এখন আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি। আমি ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছি।
এই বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এডিএম মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আমরা চলে আসি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …