আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের রিক্রুইটমেন্ট সেন্টার -মির্জা আজম এমপি

আলী আকবর
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের রিক্রুইটমেন্ট সেন্টার।
তিনি শনিবার দুপুরে বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের আয়োজনে বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা আজম এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে একটি উন্নত দেশে রূপান্তরের কাজ করছেন তিনি। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে দুই হাজার ১০০ ডলারে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত সফলভাবে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসবেন তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
সভা সঞ্চালনায় করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান, অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য নারায়ণ পাল রানা, শাহরিয়ার উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এরশাদ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট রাসেদুল ইসলাম খোকনসহ জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগ, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগসহ ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ২৩ শে মার্চ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে সকল নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহবান জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …