আজঃ বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে উদীচী জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
“শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি জামালপুর জেলা সংসদের পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আলী জহির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। উদ্বোধন শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে ও সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুস সালাম রিপন, সাংগঠনিক সম্পাদক অঙ্কন নাগ, সদস্য সারওয়ার কামাল রবিন, কাউন্সিলর রাজিব সিংহ সাহা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ মানিক, কবি আসিুল হাসান, ড. জাহিদ হোসেন রনি প্রমুখ।
বক্তারা সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশ থেকে সকল অপসংস্কৃতি দূর করতে সকলের প্রতি আহবান জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …