আজঃ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে দুটি মহাসড়কের উদ্বোধন

 জামালপুরে দুটি মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি-পল্লীর আলো

আলী আকবর:
‘উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে সারাদেশে ৫০টি জেলায় ১০০টি মহাসড়কে ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর-এলেঙ্গা মহাসড়কের ২০ কিলোমিটার এবং ইসলামপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের আড়াই কিলোমিটার সড়কেরও উদ্বোধন করেন।র্
প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে সাড়ে ২২ কিলোমিটার দীর্ঘ সড়ক দুটি উন্নয়ন কাজ করেছে জামালপুর সড়ক বিভাগ।
এ উপলক্ষে বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী সারাদেশের সাথে জামালপুরের সড়ক দুটিও উদ্বোধন করেন।
জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন সহ সরকারি অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …