আজঃ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সরকারি স্কুলে লটারিতে নির্বাচিতদের ভর্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে দুই সরকারি স্কুলে তিনটি শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন আবেদনে কিছু ভুলের কারণে স্কুলে ভর্তি হতে না পারায় মানববন্ধন করেছে অভিভাবকরা। একইসাথে তারা ভুল সংশোধনের মাধ্যমে এসব শিক্ষার্থীদের স্কুলে ভর্তির দাবি জানিয়েছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, জামালপুর জিলা স্কুল ও গার্লস স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় কারও কারও জন্মনিবন্ধনে বয়সের সালে গড়মিল হয়েছে। অথচ প্রকৃত জন্ম নিবন্ধনে নির্দিষ্ট শ্রেণিতে ভর্তির বয়সের সীমারেখা সঠিক রয়েছে।
অভিভাবকরা প্রকৃত জন্মনিবন্ধন যাচাই করে লটারিতে নির্বাচিতদের স্কুলে ভর্তি করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …