আজঃ শনিবার | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

জামালপুরে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার জামালপুরে পরিবার পরিকল্পনা সেবা ও সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডাঃ আসাদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা তথ্য কার্যালয়ের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ধারণা পত্র উপস্থাপন করেন পরিবার পরিকল্পনার সহায়ক উত্তম কুমার সরকার।
সভাসূত্র জানায়, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বের পর্যন্ত পরিবার পরিকল্পনার সেবা সপ্তাহের কার্যক্রম ১৭ তারিখে জামালপুর মাতৃকল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সেবা সপ্তাহে মা সমাবেশ, জনগণের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় এলাকায় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সভা, সমাবেশের আয়োজন করা, জন্মনিয়ন্ত্রনে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে উৎসাহিত করা, কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পার প্রতিটি কর্মীকে কমপক্ষে ২টি করে স্থায়ী পদ্ধতি গ্রহণের কাজ সম্পন্ন করা, বৃক্ষরোপন করা, সেবাকেন্দ্রগুলোতে ২৪ ঘন্টা সেবাদান করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।
সেবা সপ্তাহে অধিক সংখ্যক মানুষকে সম্পৃক্ত করতে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …