আজঃ রবিবার | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

দেওয়ানগঞ্জের চাঞ্চল্যকর শিশু হাবিবা হত্যার রহস্য উদঘাটন

 দেওয়ানগঞ্জে শিশু হাবিবা হত্যাকান্ডের মূলহোতাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১৪। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জে চাঞ্চল্যকর ৪ বছরের শিশু নুসরাত জাহান হাবিবা হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ৯ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জের বাঘারচর বেপারীপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ৪ বছরের শিশু কন্যা হাবিবা নিখোঁজ হয়। পরদিন ১০ সেপ্টেম্বর হাবিবার পিতা দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন এবং ১১ সেপ্টেম্বর তাদের বাড়ির কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর হাবিবার পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে অপহরণসহ হত্যা মামলা করেন। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করে র‌্যাব-১৪। ১৭ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জের কদমতলা এলাকার কাসেম মিয়ার ছেলে সবুজ মিয়াকে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থেকে গ্রেপ্তার এবং তার দেওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকান্ডের মূলহোতা কুড়িগ্রাম জেলার দুশমারা উপজেলার মৃত হাফেজ শেখের ছেলে আবুল কাশেমকে একইদিন রাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাকৃত আসামি সবুজ র‌্যাবকে জানায়, পূর্ব শত্রুতার জেরে শিশু নুসরাত জাহান হাবিবাকে তার বাড়িতে যাবার রাস্তায় একা পেয়ে প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নেয়। এরপর শিশুটির মুখ চেপে ধরে নির্মমভাবে নির্যাতন করে। নির্যাতনে জ্ঞান হারালে অভিযুক্ত আবুল কাশেম হাবিবার শরীরে ব্যাটারীর পানি ঢেলে দেয় এবং পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। সবার সন্দেহ এড়াতে পরদিন ১০ সেপ্টেম্বর পুকুর থেকে হাবিবার মরদেহ তুলে তাদের বাড়ির কাছে ফেলে যায় হত্যাকারীরা।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, অপহরণসহ হত্যা মামলার সূত্র ধরে র‌্যাব-১৪ এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনসহ আসামীদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে এবং হত্যাকান্ডের সাথে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …