আজঃ রবিবার | ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

দেওয়ানগঞ্জে মরিচের বাম্পার ফলন

এস এম দেলোয়ার হোসেন:
দেওয়ানগঞ্জে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। উপজেলার লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৩৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এ মৌসুমের লক্ষ্যমাত্রা ছিল ৩১০ হেক্টর। কিন্তু তা ছাড়িয়ে ৪০ হেক্টর জমিতে আবাদ এবার বেশি হয়। এসব জমিতে মরিচের চাষ করে কৃষকরা বাম্পার ফলন পেয়েছে।
উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মরিচ ফসলের মাঠ সরেজমিনকালে কৃষক সাত্তার আলী ১ একর জমিতে মরিচের চাষ করেছেন বলে জানান।
তিনি বলেন, এক একর জমিতে কমপক্ষে ১৫০ মন মরিচ উৎপাদন হবে। এক একর জমিতে মরিচ চাষ করে খরচ হবে ৬০ হাজার টাকা। মরিচ বিক্রি করে পাওয়া যাবে ১ লাখ ৪০ হাজার টাকা খরচের ৬০ হাজার টাকা বাদ দিয়ে কমপক্ষে ৮০ হাজার টাকা মুনাফা অর্জিত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, চলতি মৌসুমে মরিচের অধিক ফলন হয়েছে। এতে মরিচ চাষীরা দারুণ খুশি। তিনি আরও বলেন, মরিচ চাষসহ অন্যান্য ফসলেই সরকার এ উপজেলায় মোট ৮৭৫০ জন কৃষককে কৃষি প্রণোদনা দিয়েছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …