আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

পহেলা ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখার

নিজস্ব প্রতিবেদক:

পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান ও কোষাধ্যক্ষ বজলুর রহমান।

এ সময় বক্তারা প্রতিবছর পহেলা ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …