আজঃ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার

বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি-পল্লীর আলো

রকিবুল হাসান
জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ করা, বেশি মূল্যে মাংস বিক্রি বন্ধ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করা, বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …