আজঃ মঙ্গলবার | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মাদারগঞ্জে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মাদারগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। ছবি-পল্লীর আলো

মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে অর্থদ-ে দ-িত করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের নেতৃত্বে ও মাদারগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শহরের বালিজুড়ি বাজারে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ খুচরা ও ২ পাইকারি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, সরকার কর্তৃক নির্ধারিত আলু, পেয়াঁজ ও ডিমের দাম বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সতর্কতা হিসেবে ৪ ব্যবসায়ীকে অর্থদ- প্রদান করা হয়েছে। পরবর্তীতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামসহ মডেল থানা পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …