আজঃ শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মাদারগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। ছবি-পল্লীর আলো

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালিজুড়ী এস এম ফাজিল মাদরাসা মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান মিজানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বালিজুড়ী এস এম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউজ্জামান তালুকদার, পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান সুহেল, হাসানুজ্জামান সাগর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, উপজেলা নার্সারি মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …