আজঃ বুধবার | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মেলান্দহে মূসা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে বেসরকারী চাকরিজীবী শফিউল আলম মূসার হত্যাকরীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল ওয়ারেছ, আলতাফ, আজিজ, নিহতের বড় ভাই ওবায়দুল্লাহ, ছেলে সাব্বির আহাম্মেদসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, কৃষিজমি নিয়ে বিরোধের জের ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে এসে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় মূসাকে। ঘটনার ২ বছর পরও কোনো বিচার হচ্ছেনা। কিছু আসামী জেলহাজতে থাকলেও বাকী আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই অতি দ্রুত এই হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা। মানববন্ধনে নিহত মূসার স্বজনসহ দুইশতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ মার্চ কৃষিজমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে শফিউল আলম মূসাকে পিটিয়ে হত্যা করে প¦ার্শবর্তী গ্রামের ভেলু মন্ডল ও তার স্বজনেরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মেলান্দহ থানায় ভেলু মন্ডলসহ ২৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …