আজঃ বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি-পল্লীর আলো

শেরপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা ও জনউদ্যোগ শেরপুর কমিটি ও বিভিন্ন সহভাগী সংগঠনের আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী সভাকক্ষের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের শহীদ বুলবুল সড়ক, বটতলা মোড়, ডিসি গেইট, কলেজ মোড়, খরমপুর মোড়, মুন্সীবাজার হয়ে নিউমার্কেট গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা এডভোকেট আকতারুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষী, জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নকলা, নালিতাবাড়ী, শ্রীরবদী, ঝিনাইগাতী উপজেলায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …