আজঃ সোমবার | ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মেষ্টায় ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আঞ্চলিক প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেন ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়া বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. ছানোয়ার হোসেন সবুজ।
এসময় তিনি বলেন, যারা দেশকে নৈরাজ্য, সন্ত্রাস করতে চায় তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয় করতে হবে। শেখ হাসিনা জয় হলেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম মিলন, কেন্দুয়া সাংগঠনিক ছাত্রলীগের শাওন খান, মেষ্টা ইউনিয়ন ছাত্রলীগের ইকরামুল উদ্দোলা তাপস, সিরাজুল ইসলাম সালেকিন, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. সুমন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম মোস্তফা ও সঞ্চালনায় করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান শিপন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …