আজঃ শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে স্মার্ট বাংলাদেশ গণমাধ্যম ব্যক্তির করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে স্মার্ট বাংলাদেশ; গণমাধ্যম ব্যক্তির করনীয় শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-পল্লীর আলো

হাফিজুর রহমান লাভলু
শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বিনির্মাণে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস (বিভাগীয় অফিস) এর আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ; গণমাধ্যম ব্যক্তির করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ (সার্বিক)। এসময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ তথ্য অফিসার মনিরুজ্জামান, শেরপুরের ভারপ্রাপ্ত তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরাসহ আরও অনেকে।
সভায় স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাংবাদিকরা ভূমিকা রাখবেন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। একইসাথে শেরপুর জেলাকে প্রথম স্মার্ট জেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …