আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সরিষাবাড়ীতে কচুড়িপানায় নদীর উপর রাস্তা নদীর বুকে চালাচ্ছে সাইকেল, খেলছে ফুটবল

মোস্তাক আহমেদ মনির:
জামালপুরের সরিষাবাড়ীতে ভরা ঝিনাই নদীতে কচুড়িপানা জড়ো হয়ে হলো চলাচলের রাস্তা। এ রাস্তায় চালানো হচ্ছে সাইকেল, খেলা হচ্ছে ভরা নদীর বুকে ফুটবল। রবিবার সকালে উপজেলার পৌর এলাকার কোনাবাড়ী গ্রামের ঝিনাই নদীর পাড়ে গিয়ে এমনটা দেখা যায়।
স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, প্রতিদিন ঝিনাই নদীর পানি বাড়ছে সাথে স্রোত। পানির সাথে ওজান থেকে কচুরিপানা ভেসে আসছে। কচুরিপানা গুলো এক জায়গায় জমা হয়ে শক্ত হয়ে গেছে। যার কারনে কচুরিপানা গুলোর উপর দিয়ে ভরা নদীতেও পায়ে হেটে পার হওয়া যাচ্ছে।
মাইজবাড়ী গ্রামের কিশোর সজীব মিয়া জানান, নদীতে কচুড়িপানা গুলো জমা হয়েছে। আর জমা হওয়ার কারনে শক্ত হয়ে যাওয়ায় ভরা নদীতে ও অগভীর হওয়ার পরও পানার উপর নিয়ে হেটে পার হওয়া যাচ্ছে। আমরা নদীতে জমে থাকা কচুড়িপানার উপর ফুটবল খেলেছি। সাইকেল চালিয়েছি। এটা সত্যিই অসাধারণ। কোন দিন আমরা ভাবিনি যে এভাবে ভরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়া হাটতে পারবো, খেলতে পারবো।
দেখতে আসা ওসমান গণি বলেন, নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হওয়ার খবর পেয়ে দেখতে এসেছি। এসে দেখলাম কথাটা সত্যি। লোকেরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হচ্ছে। আমিও পার হলাম। ছেলেরা সাইকেলও চালাচ্ছে। এটা সত্যিই অলৌকিক।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …