আজঃ শনিবার | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টাঙ্গাইল জেলা পরিষদ লড়বে সেমিফাইনালে

 দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলা শেষে ম্যাচসেরা টাঙ্গাইলের রবিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপন। ছবি-পল্লীর আলো

ক্রীড়া প্রতিবেদক:
মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনালে বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি দলকে ১-৪ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা পরিষদ দল। ২১ মে বিকেলে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনালে টাঙ্গাইল জেলা পরিষদ দল ও বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলায় দুপক্ষের মোট পাঁচটি গোল দেখেছে দর্শকরা। স্টেডিয়ামের চারদিকের দর্শক গ্যালারিতে কানায় কানায় ভরা দর্শকদের মাঝে বেশ উল্লাস দেখা গেছে গোলের পর গোল দেখে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টাঙ্গাইল জেলা দল চারটি গোল করেছে। গোলগুলো করেছেন দশ নম্বর জার্সি পরিহিত রবিন দুটি, সাত নম্বর জার্সি পরিহিত হাবিব একটি এবং ষোল নম্বর জার্সি পরিহিত জাহিদ করেছেন একটি গোল। অপরদিকে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে লড়েও শেষ চেষ্টা কাজে আসেনি বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি দলের। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাত নম্বর জার্সি পরিহিত সৈকত। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি। এই খেলায় ম্যাচসেরা হয়েছেন বিজয়ী টাঙ্গাইল জেলা পরিষদ দলের রবিন। ম্যাচসেরা রবিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপন। টাঙ্গাইল জেলা পরিষদ দল লড়বে সেমিফাইনালে।
টুর্নামেন্ট উপ-কমিটি সূত্র জানায়, ২৪ মে বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী উপজেলা ও মাদারগঞ্জ পৌরসভা একাদশ। ২৫ মে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শেষে আগামী ২৭ মে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …