আজঃ মঙ্গলবার | ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুর জেলা পরিষদের সোয়া ১০ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান

শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা পরিষদের আয়োজনে ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে শেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে এ মেধাবৃত্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।
এছাড়া অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, বীরমক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
পরে ২০২১ সালে জেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাবী ২৫৪ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ১৬ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …