আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ইসলামপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের ইসলামপুর পৌর এলাকার ঋষিপাড়া নামক স্থানে বুধবার বিকালে দিকে ট্রাকচাপায় আশিকুর রহমান (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। নিহত আশিক ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে হেটে বাড়ী যাওয়ার সময় ঢাকা মেট্রো ট-১৩-৫৭৭ নাম্বারের বেগুন বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক। স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, নিহত শিশু আশিকের বাবা বেংগু মিয়া একটি মামলায় জেলহাজতে রয়েছে। মা আখিরা বেগম আশিকের বাবার জামিনের জন্য জামালপুর আদালতে অবস্থান করায় বাড়ীতে কোন লোক পাওয়া যায়নি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …