আজঃ বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামালপুর সদর আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী জামাত-বিএনপি জোটের নৈরাজ্যের বিরুদ্ধে জামালপুর সদর উপজেলার শরিফপুর, রানাগাছা ও শ্রীপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে স্থানীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেখান থেকে বের হয়ে শরিফপুর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অপরদিকে রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে ওইদিন রাতে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়ন আওয়ামী লীগের দরীয় কার্যালয় থেকে বের হয়ে শ্রীপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসব বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আবুল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ দিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ বিদ্যু, সদস্য আক্তার ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিল্লু, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফনি, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিমসহ স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …