আজঃ রবিবার | ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে পরিবহন সেক্টরে নাশকতা প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

জামালপুরে পরিবহন সেক্টরে নাশকতা প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক
হরতাল, অবরোধ কালীন সময়ে পরিবহন সেক্টরে নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে জামালপুরে পরিবহন মালিক, চালক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিবহন মালিক, চালক ও শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সকলকে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। যেকোনো সহিংসতা প্রতিরোধে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানান পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস, ট্রাক, পরিবহন সেক্টরের সকল পর্যায়ের মালিক, চালক ও শ্রমিক নেতৃবৃন্দসহ জেলা পুলিশে ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …