আজঃ বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শিক্ষা পদক পেলেন লিটুস লরেন্স চিরান

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জেলা পর্যায়ের বাছাই কমিটিতে জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শিক্ষা পদক পেয়েছেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। গত ১৮ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জেলা পর্যায়ের বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
জানা যায়, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানকে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করায় বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব সহ সদর উপজেলাবাসীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামীতে আরো ভালো কাজ করার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, এর আগেও ২০২২-২৩ সালে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …