আজঃ শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

দেশব্যাপী জামাত বিএনপি জোটের নৈরাজ্য প্রতিরোধে পৌর আওয়ামী লীগের জরুরী সভা

জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি-মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক:

সমগ্র দেশব্যাপী জামাত বিএনপি জোটের নৈরাজ্য প্রতিরোধে জামালপুর এ কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  রাতে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। সভায় আরও বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু , সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক সদস্য সরোয়ার হোসেন শান্ত, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ ,জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফারহানা সোমা, জেলা মৎসজীবী লীগের আহবায়ক মামুন-অর রশিদ স্বপন, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরমান হোসেন সাগর, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক সম্রাট জামান, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মুনিরা চৌধুরী, শহর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আগুণ–সন্ত্রাস চালিয়ে, জীবন্ত মানুষ পুড়িয়ে মেরে, ব্যক্তিগত ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। তারা কর্মসূচি পালন করতে গেলে ভয়ভীতি এবং রাগ ও ক্ষোভ থেকে তাদের ওপরে সাধারণ মানুষ ক্ষিপ্ত হতে পারে। সে ক্ষেত্রে তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করে, তাদের আমরা সহযোগিতা করব। বক্তারা আরো বলেন, ‘বিএনপি যদি রাজনৈতিক কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করার অপচেষ্টা চালায়, তাহলে তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদার মানসিকতা ও দয়ার কারণে বিএনপির সাজাপ্রাপ্ত নেত্রী খালেদা জিয়া কারাগারের পরিবর্তে বাসায় আরামে জীবন যাপন করছেন। তাদের নেতাকর্মীরা আন্দোলন করার সুযোগ পাচ্ছেন।  এসময় বক্তারা বিএনপি- জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য রাজপথেই মোকাবিলা করার সকলের প্রতি আহবান জানান।

 

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …